মেহেরপুরের গাংনী বাজারের আল আমিন মিষ্টি ভান্ডারের স্বত্বাধিকারী কামিল হোসেন (৬২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (০৪ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। কামিল হোসেন গাংনী ইদগাহ পাড়ার মোয়াজ্জেম হোসেন (মুকুল) এর ছেলে।
০৪ জানুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে বুকে প্রচন্ড ব্যথায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে গাংনী হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
রাজশাহী থেকে মরদেহ গাংনীতে আনার প্রক্রিয়া চলছে।
শুক্রবার (০৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার সময় গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সকল আত্মীয়-স্বজ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জানাজার নামাজে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।