মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল গ্রামে আহাম্মদ আলী (৩২) নামের এক ব্যক্তির উপর নৃশংস হামলা চালিয়ে এলাকার অভিযুক্ত কয়েকজন ব্যক্তিরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলের দিকে উপজেলার সীমান্তবর্তী রংমহল গ্রামে অভিযুক্তরা আহম্মদ আলীর উপর এ হামলা চালায়। লোডার রড ও লাঠিসোট দিয়ে পিটিয়ে আহম্মদ আলীর হাত-পা ভেঙ্গে দেওয়া হয়েছে। স্থানীয় ও পরিবারের সদস্যরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত আহম্মদ আলী কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের চাঁন মহাম্মদের ছেলে।
জানা গেছে, রংমহল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে অভিযুক্ত শরিফুল ইসলাম ও ১৫/২০ জনের সঙ্ঘবদ্ধ একটি দল রংমহল গ্রামের জনৈক মজিবর ও রমজানের দোকানের সামনে পাকা রাস্তায় আহম্মদ আলীর উপর হামলা করে রক্তাক্ত জখম ও হাত পা ভেঙে দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি দেখা দিলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানায় পরিবারের লোকজন।
এ ঘটনায় আহমদ আলীর ভাই তাজুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২১) বাদী হয়ে এজাহার নামীয় ১৫ জন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের নামে ১১৪, ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭,৫০৬ ও পেনাল কোড ১৮৬০ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১৮, তারিখঃ ১৩ জুলাই’২০২৩ ইং
ওই মামলায় বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাতে গাংনী থানা পুলিশের অভিযান চালিয়ে সুন্নত আনারুল ও ইউসুফ নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেন। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।