ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদে দ্বিতীয়বারের মতো আবারো জয়ী হয়েছেন এম এ খালেক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিটানিং অফিসার মুঃ তানভীর হাসান রুমান মঙ্গলবার (২১ মে) রাত সোয়া ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
প্রাথমিক ফলাফলে গাংনী উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এম এ খালেক আনারস মার্কা প্রতীকে ৩৩ হাজার ৭২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার মার্কা প্রতীকে মোখলেসুর রহমান মুকুল পেয়েছেন ২৮ হাজার ২৯৩ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যরা হলেন- রাশিদুল ইসলাম জুয়েল ঘোড়া মার্কা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫৬০ ভোট, জুলফিকার আলী ভুট্টো কৈমাছ মার্কা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫৭ ভোট, মোশাররফ হোসেন মোটরসাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ৭০৪ ভোট, অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম কাপ-পিরিচ মার্কা প্রতীকে পেয়েছেন ২৮৯ ভোট, লাইলা আরজুমান বানু শিলা দোয়াত কলম মার্কা প্রতীকে পেয়েছেন ২২৭ ভোট এবং মুকুল আহমেদ শালিকপার্কা প্রতীকে পেয়েছেন ২০১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ফারুক হাসান টিউবওয়েল মার্কা প্রতীকে ৪৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মিঠু তালা মার্কা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬০৪ ভোট ও রেজাউল করিম চশমা মার্কা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৮২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা খাতুন ফুটবল মার্কা প্রতীকে ৩৫ হাজার ৪০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারহানা ইয়াসমিন হাঁস মার্কা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬০৪ ভোট ও জাকিয়া আক্তার আলপনা কলোসমার্কা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৫ ভোট।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলায় মোট ভোটকেন্দ্র ১০৭ টি। ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৫৪ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। প্রায় ৩৪.০৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিটানিং অফিসার মুঃ তানভীর হাসান রুমান। মঙ্গলবার (২১ মে) রাত সোয়া ১১ টার দিকে সম্মেলন কক্ষে আয়োজিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানান।