মেহেরপুরের গাংনীতে বিট পুলিশিং কার্যক্রম সফল করার লক্ষ্যে উঠান বৈঠক করেছে গাংনী থানা পুলিশ। শনিবার বিকেলে ০২ নম্বর বিট পুলিশিং কার্যালয়ের আওতায় পৌর এলাকার ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। বিট পুলিশিং কার্যক্রমে সকল শ্রেণী-পেশার মানুষেকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় ০২ নম্বর বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার প্রহলাদ ও সজিবুর রহমানসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।