মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তর পাড়ার আব্দুল হালিম নামের এক ব্যক্তি তার জমি বেদখল থেকে রক্ষা পেতে সহোদর ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১ টার এর দিকে মেহেরপুর জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুল হালিম। সংবাদ সম্মেলনে তিনি তার জমি বেদখল থেকে রেহাই ও সহোদর ভাই আব্দুল লতিবসহ সঙ্গবদ্ধ দলের অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আব্দুল হালিম আমঝুপি গ্রামের উত্তর পাড়ার মৃত ইউনুস আলী শেখের ছেলে।
আব্দুল হালিম তার লিখিত বক্তব্যে জানান, আমঝুপি মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া আর এস ৯১৩ দাগে ৬ শতক বাড়ি, ৯১১ দাগে ২৯ শতকের মধ্যে ৩ শতক ও ৯০৯ দাগে ২৯ শতকের মধ্যে ৩ শতক মোট ১২ শতক জমি রয়েছে। ১৪/৫/২০০৪ ইংরেজি তারিখে বন্টননামা মূলে প্রাপ্ত হয়ে ডোবা শ্রেণীর জমিতে মাটি ভরাট করি। পরে ওই জমিতে একতলা বিশিষ্ট দালান ঘর নির্মাণ করে ভোগ দখল করিতে থাকি।
ডোবা শ্রেণীর জমি ভরাট করে অধিক মূল্যমান হওয়া ও জমিটি রাস্তা সংলগ্ন হওয়ায় আব্দুল লতিব, ডা. মেহেদী হাসান লিটন, আমির হাসান হিমেল হাওয়ায় ওই জমি জবর দখল করে নেওয়ার ষড়যন্ত্র, অপচেষ্টা, ও হুমকি-ধামকি দিয়ে চলেছেন। এমনকি অক্টোবর মাসের ,১২, ১৩ ও ১৪ তারিখে দফায় দফায় হামলা চালিয়ে ২০ বছর ধরে বেড়ে ওঠা আম, লিচু, বাতাবি লেবু, পেয়ারসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করে দেয়।
নিষ্কৃতি পেতে এ বিষয়ে তিনি বিজ্ঞ আদালতে ১৪৫ ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত ওই ব্যক্তিদের নিবৃত্ত করার জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। ১৫/১০/২০২৪ ইংরেজি তারিখে সদর থানা পুলিশ উভয়পক্ষকে নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু প্রতিপক্ষরা পুলিশের আদেশ অমান্য করে ওই জমির উপর জবর দখল করতে চায়। এ বিষয়ে নিষেধ করা হলে ২০/১০/২০২৪ ইংরেজি তারিখে তারা আমার স্ত্রী ও ছোট ভাইকে পিটিয়ে আহত করে এবং পরিবারের লোকজনদের খুন জখম করার হুমকি দেয়। বর্তমানে মাটিকাটা গাড়ি ভাড়া করে নিয়ে এসে আমার দখলিও সম্পত্তিতে গর্ত খুঁড়ে চলেছে।
প্রতিপক্ষ আব্দুল লতিবসহ তার সঙ্ঘবদ্ধ দলের সদস্যরা যাতে আমার নিজ দখলি জমি থেকে উচ্ছেদ ও মেরে ফেলার জন্য হুমকি-ধামকি দিতে না পারে এর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন ভুক্তভোগী আব্দুল হালিম।