বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করণে আগামী ১৭ জুলাই মেহেরপুরে “তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফল করতে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় আওয়ামী যুবলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগ সভার আয়োজন করে।
গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
আওয়ামী যুবলীগ নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।
অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মজিরুল ইসলাম ও আমজাদ হোসেন, আওয়ামী যুবলীগের পৌর নেতা আশিকুর রহমান আকাশসহ আওয়ামী যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, কেসমত আলী, মতিয়ার রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।