মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের আর বি জি এম মাধ্যমিক বিদ্যালয়ে নামাজ ঘরে তালা লাগিয়ে দেওয়ায় শিক্ষকদের মাঝে সমালোচনা শুরু হয়। এ প্রসঙ্গে কয়েকজন শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের এমন সিদ্ধান্তে সমালোচনা করেন।
এ বিষয়ে গত ৩ নভেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখনকে দায়ি করে “নামাজ ঘরে তালা” শিরোনামে সংবাদও প্রকাশিত হয়।
জানতে চাইলে প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন বলেন, বিদ্যালয়ের দ্বিতীয় তলায় যেখানে আগে নামাজ পড়া হতো জায়গাটি অত্যান্ত সরু হওয়ায় ইমাম নিয়ে জামায়াতের সাথে নামাজ আদায় করা যায়না। তাই জামায়াতের সাথে যাতে সুন্দর ভাবে নামাজ আদায় করতে পারে সেজন্য বিদ্যালয়ের জামির উপর ওয়াক্তিয়া মসজিদ আছে। মসজিদটিতে মুসল্লিদের সুবিধার্থে ৮টি বৈদ্যুতিক ফ্যান রয়েছে।
সেখানে সকলকে নামাজ আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে সকল শিক্ষক ওই মসজিদটিতে নামাজ আদায় করে বলে দ্বিতীয় তলার ওই ঘরটি বন্ধ রাখা হয়েছে যা বর্তমানে স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে।
এ বিষয়টি অন্যভাবে একটি অনলাইন পোর্টালে তুলে ধরে আমার ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক।