শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বসত বাড়ি আগুনে পুড়ে ছাই, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি মেহেরপুরে পাড়া মহল্লায় গড়ে উঠেছে মাংস সমিতি  জমিতেই নষ্ট হচ্ছে টমেটো, কৃষকের মাথায় হাত! গাংনীতে হোমিও চিকিৎসক আটক; সহস্রাধিক বোতল অ্যালকোহল উদ্ধার কিশোরগঞ্জ ৫ আসনের সাবেক এমপিকে মেহেরপুর থেকে গ্রেফতার  গাংনীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা গাংনীতে চার ইটভাটায় ৯ লাখ টাকা অর্থদণ্ড গাংনীতে মেয়ের ধ*র্ষ*ণ মামলায় পিতা গ্রেফতার মেহেরপুরে ধর্ষণ মামলার আসামিকে পুনঃ গ্রেফতার ও তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করার দাবিতে থানা ঘেরাও 

প্রায় ২৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

গত এক বছর তিন মাসে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন প্রায় ২৩ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর জোয়ানরা। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিজিবি’র কুষ্টিয়া সদর দপ্তরের মিরপুরস্থ শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে আলোচনা সভা শেষে জব্দকৃত মাদকদ্রব্যসমূহ প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও মালিক বিহীন জব্দকৃত মাদকসমূহ ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার হোসেন (এনডিসি, পিএসসি, জি+)

কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও উপ- মহাপরিচালক এমারাত হোসেন (পিবিজিএম) তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক (পিএসসি পরিচালক) লেঃ কর্নেল মো: আরিফুল হক।

০১ নভেম্বর ২০২২ হতে ৩১ জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় জব্দকৃত মাদকসমূহের মধ্যে রয়েছে ফেনসিডিল- ৯ হাজার ৪৪২ বোতল,
বিদেশী মদ- ৮ হাজার ৭৯৩ বোতল,
ভারতীয় গাজা- ২৩৪.৪৮২ কেজি,
হেরোইন- ২৭.৫৯৪ কেজি,
ইয়াবা ট্যাবলেট- ১ হাজার ৭৮ পিস,
ভায়াগ্রা- ৪৪৫ পিস,
সিলডিনাফিল ট্যাবলেট- ২ লাখ ৮৪ হাজার ৩৬১ পিস,
গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ১১ হাজার ১৩৮ পিস,
ভারতীয় পাতার বিড়ি- ১ লাখ ৫৮ হাজার ৫০০ প্যাকেট,
সাপের বিষ- ০.৫০০ লিটার,
কারেন্ট জাল- ৩৭৯ পিস।

এ সময় কুষ্টিয়া ব্যাটেলিয়ান (৪৭ বিজিবি) কোয়াটার মাস্টার ও সহকারী পরিচালক জাকিরুল ইসলাম, কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, মেহেরপুরের গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আক্তার, কুষ্টিয়া সিপিসি- ১, র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার কিশোর কুমার, কুষ্টিয়া মিরপুর পুলিশ সার্কেল মোঃ আব্দুল খালেক, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মিরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম, কুষ্টিয়া মিরপুর ওয়ার হাউস ইন্সপেক্টর ফায়ার সার্ভিস সবুজ হোসেন, প্রশাসনের আমন্ত্রিত কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিজিবি’র বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo