জেলায় খেলাধুলা উন্নয়ন করার জন্য নিরোলসভাবে কাজ করে যাচ্ছে ফরিদপুরের কৃতি সন্তান ক্রীড়াবিদ ও বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি শামীম হক।
শুক্রবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টি.কে.স্পোর্টসের স্বত্বাধিকারী কর্মকর্তারা ধুলদি চিল্ডেন হাউস থেকে এ দলিল হস্তান্তর করেন। দলিলটি শেখ রাসেল ক্রীড়া চক্র ফরিদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি শামীম এর নিকট হস্তান্তর করা হয়। দলিলে পি.কে. স্পোর্টসের পরিবর্তে শেখ রাসেল ক্রীড়াচক্র ফরিদপুর নামকরণ করা হয়।
এ দলিল হস্তান্তর অনুষ্ঠানে শেখ রাসেল ক্রীড়া চক্র ফরিদপুর এর সহ-সভাপতি আশরাফ পিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি মিনার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মাসুদ, অর্থ সম্পাদক আলী আজগর মানিক, ক্রীড়া সম্পাদক রীজন মোল্লাসহ অন্যান্য সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।