মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

ফরিদপুর চরাঞ্চলে নিরাপদ সবজি উৎপাদনে উদ্যোক্তাদের মাঝে অনলাইন বুস্টিং অনুদানের চেক বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৭ বার পঠিত

ফরিদপুর একেকে এনজিওর মাধ্যমে চরাঞ্চলের কৃষকদের মাঝে এগ্রো ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতির প্রসারে ও নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমকে আরও বেগবান করতে উদ্যোক্তাদের মাঝে অনলাইন বুস্টিং এর জন্য অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে একেকে সংস্থার প্রধান কার্যালয়ের সভাকক্ষ থেকে চেকগুলো বিতরণ করা হয়।

একেকে’র সংস্থার সহকারী ভ্যলু চেইন ফ্যাসিলিটেটর হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর এম এ কুদ্দুস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বাজারজাতকরণ ও অনলাইন প্ল্যাটফর্মে কৃষিপণ্য প্রচারের জন্য উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক সহায়তা প্রদান আজকের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া উৎপাদিত পণ্য পরীক্ষার মাধ্যমে দ্রব্যের মান যাচাই করে বাজারজাত করার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

একেকে’র সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন একেকে”র নির্বাহী পরিচালক এমএ জলিল।

প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের একেকে’র আরএমটিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফুয়াদ হোসেন। একই সংগঠনের অভ্যন্তরীণ নিরীক্ষা অফিসার মাহবুব হাসান টুটুল প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতি ১৫ হাজার টাকা করে পাঁচজন উদ্যোক্তাকে অনলাইন বুস্টিংয়ের জন্য চেক প্রদান করা হয়। অনুদানপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন পুজা ঘোষ, আনোয়ার, তানভির, মিঠন ও রেজাউল।

উল্লেখ্য, “চরাঞ্চলে এগ্রো ইকোলজিকাল ফার্মিং পদ্ধতিতে মিশ্র ও আন্তঃফসল চাষের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক এই ভ্যালুচেইন উপ-প্রকল্পটি বাস্তবায়ন করছে “আমরা কাজ করি (একেকে)” এবং সহযোগিতায় রয়েছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

এ সময় একেকে’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo