মেহেরপুরের মুজিবনগর উপজেলাধীন বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামে আলম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে দুইটার দিকে আলম হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আলম হোসেন তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার তারানগর গ্রামে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে এমন সংবাদ পেয়ে তিনি সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলম হোসেন নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, আলম হোসেনকে বাম পাশের চোয়াল ও ঘাড়ে এবং কপালের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে তাকে হত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
হত্যার আসল রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।