মেহেরপুরের মুজিবনগরে জামাতের ১০ নারী কর্মীকে আটক ও সাংগঠনিক বই-পুস্তক জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরাকোনা গ্রামের হযরত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বেশ কিছু সাংগঠনিক পুস্তক জব্দ করা হয়।
মুজিবনগর অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার বিরোধী গোপন বৈঠক, সন্ত্রাস ও নাশকতার পরিকল্পনায় মিটিং করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নাজিরাকোনা গ্রামের হজরত আলীর বাড়ি থেকে জামায়াতের ১০ জন নারী কর্মীকে আটক করা হয়। সেখান থেকে বেশ কিছু সাংগঠনিক পুস্তক জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী) ২০১৩ এর ৬/৭/১০ ধারায় মামলা করা হয়েছে। মামলায় এজাহার নামীয় ১০ জন ও অজ্ঞাতনামা আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
আটক নারী নেতা-কর্মীদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।