মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর সীমান্তে কলা গাছের ঝোপ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) বিকেলে ভারতীয় ৯৮ থ্রী এস সীমান্ত পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়পুর গ্রামের আগ্রাগাড়ির মাঠে জনৈক হান্নান হটনগরীর শ্যালােমেশিনের পাশে কলাগাছের ঝােপ থেকে লাশ উদ্ধার করেন। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ থেকে ৬০ বছর।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জয়পুর গ্রামের মাঠে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে রয়েছে এমন খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পৌঁছে সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এমন একটি লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের সময় লাশের সামনে একটি খাবারের বক্স এবং হিন্দি ও ইংরেজিতে Rail neer লেখা পানির বোতল এবং একটি বিস্কুটের প্যাকেট পড়ে থাকতে দেখা গেছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা সম্ভব হয়নি। এ বিষয়ে মুজিবনগর থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করা হয়েছে।