মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নাশকতা মামলায় বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের আমির খানজাহান আলীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (০৫ নভেম্বর) বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মুজিবনগর উপজেলা জামায়াতের আমির ও বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে খানজাহান আলী (৪১) শিবপুর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী ও মৃত ছামছার আলী শেখের ছেলে আসাদুল হক আসান (৪৯), গৌরীনগর গ্রামের জামায়াত নেতা আজিজুল হকের ছেলে নুর মোহাম্মদ (৫২), একই গ্রামের জমায়াত সদস্য যথাক্রমে আপেল উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৫৫) ও মফেল উদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (৫০)।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল রোববার (০৫ নভেম্বর) বিকেল ৪ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, ইতোপূর্বে সরকার উৎখাত ও অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মামলার আসামীরা ৫ নভেম্বর ২০২৩ তারিখে মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খানজাহান আলীসহ একাধিক ব্যক্তি আত্মগোপন করে রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ একাধিক গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
নাশকতা মামলায় গ্রেফতারকৃত আসামিদের রোববার (০৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।