বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে নারী ও শিশুসহ ৩০ জন পুশব্যাক 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৬ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩০ জন বাংলাদেশীকে ঠেলে (পুশব্যাক) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৭ মে) ভোরের দিকে মেহেরপুরের মুজিবনগর বিওপির আনন্দবাস সীমান্তে এ ঘটনা ঘটে।

এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি’র অধীনস্থ মুজিবনগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার নং ১০১ হতে প্রায় ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপুর জেলার আনন্দবাস বাজার এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলো-

১। মোঃ বজলে (৪০), পিতা- মোঃ আজহারুল, সাং- হাসনাবাদ স্কুল হাট, নাগেশ্বর, কুড়িগ্রাম।

২। মোঃ আলিম উদ্দিন (৫০), পিতা- মোঃ আকবর আলী, সাং- নগরাজপুর, ফুলবাড়ি, কুড়িগ্রাম।

৩। মোঃ ইচা আলী (৪০), পিতা- মোঃ আঃ গনি, সাং- বালাসীপাড়া, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

৪। মোঃ হুজুরত আলী (৪০), পিতা- মোঃ বাটাল, সাং- বড়ভিটা,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

৫। মোঃ মনির হোসেন (৭), পিতা- মোঃ হুজুরত আলী,সাং- বড়ভিটা,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

 ৬। মোছাঃ আদরী (২),পিতা- মোঃ হুজুরত আলী,সাং- বড়ভিটা,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

৭। মোঃ শাহানুর (২৯), পিতা- মোঃ কিতাব আলী, সাং- কাশিয়াবাড়ী, ফুলবাড়ি, কুড়িগ্রাম।

৮। মোঃ নুর ইসলাম (৯), পিতা- মোঃ শাহানুর, সাং- কাশিয়াবাড়ী, ফুলবাড়ি, কুড়িগ্রাম।

৯। মোঃ আতিকুল (৩০), পিতা- মোঃ আলিম উদ্দিন, সাং- অজয়টরী,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

১০। মোঃ আরিফ (১৯), পিতা- মোঃ ইচহাক আলী, সাং- বালাসী পাড়া, নাগেশ্বরী,কুড়িগ্রাম।

১১। মোঃ ইব্রাহীম (১৫), পিতা- মোঃ ইচা আলী, সাং- বালাসী পাড়া, নাগেশ্বরী,কুড়িগ্রাম।

১২। মোঃ রাসেল (২১), পিতা- মোঃ বজলে, সাং- আটিয়াবাড়ী, ফুলবাড়ি, কুড়িগ্রাম।

১৩। মোসাঃ কল্পনা বেগম(২৭), পিতা- কেতাব আলী, সাং- কাশিয়াবাড়ী, ফুলবাড়ি, কুড়িগ্রাম।

১৪। মোছাঃ ইয়াছমিন (১০), পিতা- আনিছুর রহমান, সাং- অজয়টরী,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

১৫। মোঃ ইয়ামিন (৫),পিতা- আনিছুর রহমান, সাং- অজয়টরী,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

১৬। মোঃ ইয়ানুর(২),পিতা- আনিছুর রহমান, সাং- অজয়টরী,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

১৭। মোছাঃ তকলিমা বেগম(৩৩),স্বামী- আনিছুর রহমান, সাং- অজয়টরী,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

১৮। মোছাঃ আকলীমা খাতুন (৪০), স্বামী- মোঃ ইচা আলী, সাং- বালাসী পাড়া, নাগেশ্বরী,কুড়িগ্রাম।

১৯। ইসমাইল হোসেন (৮),পিতা- মোঃ ইচা আলী, সাং- বালাসী পাড়া, নাগেশ্বরী,কুড়িগ্রাম।

২০। হাসান (৩),পিতা- মোঃ ইচা আলী, সাং- বালাসী পাড়া, নাগেশ্বরী,কুড়িগ্রাম।

২১। মোছাঃ সুমনা খাতুন (১৭), স্বামীঃ-আরিফুল ইসলাম, সাং- বালাসী পাড়া, নাগেশ্বরী,কুড়িগ্রাম।

২২। মোছাঃ মনোয়ারা বেগম(৪০), স্বামী: মোঃ বজলে, সাং- আটিয়াবাড়ী,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

২৩। মোছাঃ মোরজিনা খাতুন(৯), পিতা- মোঃ বজলে, সাং- আটিয়াবাড়ী,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

২৪। মোছাঃ মীম খাতুন(৩), পিতা- মোঃ বজলে, সাং- আটিয়াবাড়ী,ফুলবাড়ি, কুড়িগ্রাম।

২৫। মোছাঃ ববিতা খাতুন (১৫), স্বামী: হারুন

সাং- নগরাজপুর, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

২৬। মোঃ ওবায়দুর (০৭ মাস), পিতা- মোঃ হারুন,সাং- নগরাজপুর, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

২৭। মোছাঃ আমিনা খাতুন (৪০), পিতা- মো: আব্দুল আলী, সাং- নগরাজপুর, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

২৮। মোহাঃ মনিরা খাতুন (৪০), পিতা- মোঃ মমতাজ, সাং- নওদাবাস, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

২৯। মোছাঃ হালিমা (১৮), পিতা- মোঃ হুজুর আলী, সাং- ঘোড়ারকুঠি, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

৩০। মোঃ হামিম (৩), পিতা- মোঃ আতিকুর, সাং- কাশীপুর, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

এ ব্যাপারে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে ৩০ জনকে আটক করার পর থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের যাচাই-বাছাই কার্যক্রম শেষে তাদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতদের মধ্যে ০৯ জন পুরুষ, ০৯ জন নারী এবং ১২ জন শিশু রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo