মেহেরপুরের পুরাতন দরবেশপুর দারুল উলুম কওমি বালক-বালিকা মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ, একাডেমিক বই, মাস্ক ও উপহারসামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন অনুকম্পা ফাউন্ডেশন । সোমবার (০৬/০৯/২০২১) সন্ধ্যা ৬ টার দিকে প্রতিষ্ঠানটিতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন অনুকম্পা ফাউন্ডেশনের সভাপতি ওয়ালিদ আহমেদ (শ্রাবণ) এর সভাপতিত্বে দারুল উলুম কাওমি বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানা পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেছেন।
এ সময় অনুকম্পা ফাউন্ডেশনের সহ-সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আকাশ মল্লিক, দপ্তর সম্পাদক সৌরভ হোসেন, সদস্য সজিব উপস্থিত ছিলেন।