মেহেরপুরে এই প্রথমবারের মতো জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ দিনব্যাপী জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় মেহেরপুর সিভিল সার্জন অফিস এ সম্মেলন ও সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল সার্জন মহীউদ্দীন আহমেদ।
ডা. মোঃ খন্দকার ইমরান হাসিব (SIMO, WHO) এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
“একডোজ এইচপিভি টিকা দিন জরায়ুর ক্যান্সার রুখে দিন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৩ অক্টোবর) অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মোঃ আশিকুজ্জামান ও ডা. মোঃ ইনজামাম উল হক।
বক্তারা বলেন, জরায়ুর ক্যান্সার প্রতিরোধে এইচপিডি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত. নিরাপদ ও কার্যকর এই দিবসটিতে ৫ ম থেকে ৯ ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী এবং স্কুলে যায়না এমন ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরী মোট ৩১ হাজার ৬৭৩ জনকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ দিনব্যাপী জাতীয় এ দিবসটির কার্যক্রম চলবে।
এর মধ্যে প্রথম ১০ দিন পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলগুলোতে ক্যাম্পেইনের মাধ্যমে এবং পরবর্তী ৮ দিন জেলা জুড়ে স্থাপিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৯ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদেরকে এই টিকা দেয়া হবে। নিদিষ্ট দিনে কেউ টিকা দিতে ব্যর্থ হলে বেঁধে দেয়া এই সময়সীমার মধ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে টিকা নেওয়ার ব্যবস্থা রয়েছে। ১৮ দিন পর কাউকে টিকা দেওয়া সম্ভব হবে না এবং প্রত্যেক টিকা গ্রহণকারীকে অবশ্যই টিকা নেওয়ার পূর্বে রেজিষ্ট্রেশন করতে হবে। টিকা পেতে নিবন্ধন করতে হবে www.vaxepi.gov.bd এই ওয়েবসাইটে।
এ সময় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।