দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জােটের নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মেহেরপুরের গাংনীতে নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখা নেতা কর্মীরা। সােমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য নুর আহমেদ বকুল।
জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মজনুল হক মজনুর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের ১৪ দলীয় জােটের প্রার্থী ডাঃ এ এসএম নাজমুল হক সাগর, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম ও কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হাফিজ সরকার।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম নেতা রেজাউল ইসলাম রেজাসহ আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।