মেহেরপুরে গাঁজা রাখার দায়ে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ডসহ ২শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজিজুল ইসলাম মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার আমির শেখের ছেলে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবিতা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । এ সময় গাঁজা রাখার বিষয়টি প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারা অনুযায়ী ও একই আইনের ২১ ধারায় ৩ মাসের কারাদণ্ড প্রদানসহ ২শ টাকা জরিমানা আদায় করা হয়। প্রসঙ্গত, এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টিম শহরের ফৌজদারি পাড়ায় অভিযান চালিিয়ে আজিজুল ইসলামকে গাঁজাসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।