বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা গাংনীতে আবারও মাত্র তিন ঘন্টার ব্যবধানে ট্রাক চাপায় প্রাণ গেল শিপনের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় দুই কলেজ ছাত্রের মৃত্যু সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভাই মৃদুল কা*রা*গা*রে গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আটক-২ গাংনীর মানিকদিয়া গ্রামে মালচিং পদ্ধতিতে সবজি চাষে কৃষক জহিরের ব্যাপক সাফল্য গাংনীতে যুবদল নেতা হত্যা মামলায় তিন আসামী গ্রেফতার গাংনীতে যুবদলের সভাপতিকে গ*লা কে*টে হ*ত্যা ৮১টি হারানো মোবাইল খুঁজে দিল মেহেরপুর জেলা পুলিশ গাংনীতে নবজাতককে নিয়ে গেছে জ্বিনেরা, পরীক্ষা-নিরীক্ষায় জানা গেল ঘটনা ছিল কাল্পনিক

মেহেরপুরে তিন ডাকাত আটকের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

মেহেরপুর- কুষ্টিয়া সড়কের ওপর গাছ ফেলে একাধিক ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতারের পর প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালেেয়র সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সুন্দর মেহেরপুর গড়তে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

পুলিশ সুপার লিখিত প্রেস ব্রিফিংয়ে জানান চলতি বছরের ০২ নভেম্বর তারিখ রাত অনুমান ৩টা হতে সাড়ে ৩টা পর্যন্ত আন্তঃজেলা ডাকাতদলের ১০/১২ জন ডাকাত হাসুয়া হাত করাতসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শুকুরকান্দি নামক স্থানের রাস্তার পার্শ্ববর্তী গাছ কেটে মেহেরপুর-কুষ্টিয়া-আঞ্চলিক  সড়ক ব্যারিকেড দিয়ে কুষ্টিয়ার দিক হইতে আগত ড্রামট্রাক, আলমসাধু, হানিফ পরিবহন এবং মেহেরপুরের দিক হইতে কুষ্টিয়াগামী ড্রাম ট্রাক ও অন্যান্য যানবাহন আটকিয়ে গাড়ির ড্রাইভার, হেলপার এবং সাধারণ যাত্রীদের দেশীয় অস্ত্রের  মুখে জিম্মি করে তাহাদের নিকটে থাকা নগদ অনুমান ৫০ হাজার টাকা লুন্ঠন করে নেয়। ড্রাম ট্রাকের একজন ড্রাইভার এবং একজন হেলপারকে হাসুয়া দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। এই ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাতদের বিরুদ্ধে গাংনী থানার মামলা নং ০২, তাং- ০২/১১/২০২৪, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়।

মামলার মূল রহস্য উৎঘাটনসহ অজ্ঞাতনামা ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একযোগে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মামলার মূল রহস্য উৎঘাটনসহ অজ্ঞাতনামা ডাকাতদের সনাক্ত করতে সক্ষম হয়।

জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর যৌথ অভিযানে ডাকাত দলের সর্দার আলতাফ মন্ডল (৫৩) কে  ০৫/১১/২০২৪ খ্রি. তারিখ  রাজবাড়ি জেলার পাংশা থানাধীন সেনপাড়া কালিতলা বাজার হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ডাকাত সর্দার আলতাফ মন্ডল (৫৩) এর নিকট থেকে  ডাকাতির ভাগের খরচ পরবর্তী অবশিষ্ট নগদ ৭০০ টাকা ও তার ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সর্দার আলতাফ মন্ডল কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ডাংগী পাড়ার মৃত আলিমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বে ০৮ টি ডাকাতি মামলা এবং ০১ টি অস্ত্র মামলা আছে।

পরবর্তীতে আভিযানিক দল  ০৬/১১/২০২৪ খ্রি. তারিখ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন বড়বোয়ালিয়া থেকে রমজান ডাকাতকে গ্রেফতার করে। রমজান আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের আদালত মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টি ডাকাতি মামলা এবং ০১ টি চুরির মামলা আছে মর্মে জানা যায়।

ডাকাত আলতাফ এবং ডাকাত রমজানকে ০৬/১১/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ হলে আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ফৌ. কা. বি. ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন এবং তাহাদের সহযোগী অপর ডাকাতদের নাম-ঠিকানা প্রকাশ করেন।

এই মামলার অন্যতম নেতৃত্বস্থানীয় ডাকাত আসাদুল ইসলাম @ শরিফুল ইসলামকে ০৭/১১/২০২৪ খ্রি. তারিখ রাত সোয়া ১২টার সময় চুয়াডাঙ্গা জেলার  আলমডাঙ্গা থানাধীন জিহালা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ডাকাত আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের রহম আলীর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে এবং তার দেখানো মতে অত্র মামলার ঘটনাস্থলের কাছাকাছি গাংনী থানাধীন কামারখালি সিন্দুরকোটা বড় ব্রীজের নীচ থেকে হতে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনা সংশ্লিষ্ট আলামত হিসেবে কাঠের হাতলযুক্ত একটি হাত করাত এবং ৫টি হাসুয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এছাড়া একটি ফুল হাতা কলার ওয়ালা কালো রংয়ের গেঞ্জি, একটি কলারবিহীন কালো গেঞ্জি, কালো রংয়ের একটি হাফপ্যান্ট, দুটি লুঙ্গির কাটা অংশ, তিনটি DERBY সিগারেটের খালি প্যাকেট, সাদা রংয়ের ১৪ (চৌদ্দ) টি ছোট পলিথিন  উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ডাকাত আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলাম ইতোপূর্বে একটি মার্ডার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা রয়েছে। ডাকাত আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলামকে ০৮/১১/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ হলে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।

এজাহারে উল্লেখিত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo