ভলভো কোম্পানীর ব্যাটারির নকল পানি তৈরি ও বৈধ কাগজপত্র না থাকায় মেহেরপুরের মেসার্স ভাই ভাই ড্রিংকিং ওয়াটার কোম্পানির মালিক আহসান হাবীবের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। বুধবার দুপুরে মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর অঞ্চলের সহকারী পরিচালক সজল আহমেদ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ওই কারখানার বৈধ কোন কাগজপত্র না থাকার পরেও যশোর এলাকার ভলভো কোম্পানীর সীল ব্যবহার করে ব্যাটারীর নকল পানি তৈরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারখানার মালিক আহসান হাবীবের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের শেষ দিকে জব্দকৃত বিপুল পরিমাণ নকল পানির কন্টেইনার জনসম্মুখে বিনষ্ট করা হয়। এ সময় বৈধ কাগজপত্র তৈরি না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেন অভিযান পরিচালনাকারী সহকারি পরিচালক সজল আহমেদ।
অভিযানকালে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।