মেহেরপুরের গাংনীতে ক্ষেত থেকে জগত আলী (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (৩০ অক্টোবর) রায়পুর ইউনিয়নের রাজার পাড়া হেমায়েতপুর গ্রামের ভিটা মাঠের ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জগত আলী উপজেলার আমতৈল গ্রামের মসজিদপাড়ার মৃত উমেদ আলীর ছেলে।
নিহতের ছেলে লিটন জানায়, তার পিতা পেশায় একজন জমি পরিমাপকারী (সার্ভেয়ার), পাশাপাশি কৃষি কাজ করতেন। রোববার ফজরের নামাজ পড়ে নিজ ভুট্টা ক্ষেতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পিতার মাঠ থেকে ফিরতে দেরি হওয়ায় তার মা খোঁজ নেয়ার জন্য লিটনকে ভুট্টা ক্ষেতে পাঠায়। সেখানে গিয়ে তার পিতাকে উপর হয়ে মৃত অবস্থায়
পড়ে থাকতে দেখে সে। বিষয়টি জানাজানি হলে সংবাদ গাংনী থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
নিহতের ভাই লিয়াকত আলী জানান, তার ছোট ভাই জগত আলী সহোদর বোন বুড়ির অংশ মোতাবেক ১০ শতক জমি বিক্রয় কমলায় দলিল মুলে ক্রয় করেন। এ বিষয়টি জানাজানি হলে তার বড় ভাই মৃত রহমান আলীর ছেলে গাফফার ও জব্বার আলী জমি ভোগ দখল করতে দেয়না। বিভিন্ন সময়ে হুমকি দিতে থাকে। তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে তিনি ধারণা করছেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে তিনিসহ তার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।