মেহেরপুরে অভিযান চালিয়ে আইন বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টি, বেশি দামে বিক্রি ও মূল্য নির্ধারণ না থাকায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর শহরের কাঁসারী বাজার ও বড় বাজার এলাকার দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তাদের দোষ স্বীকার করায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ব্যবসায়ী প্রতিষ্ঠান দু’টি হলো- কাসারী বাজার এলাকার এস এম গ্যাস হাউজের মালিক সাজ্জাদ হোসেন সবুজের কাছে থেকে ১০ হাজার টাকা এবং হোটেল বাজারের জাকির ব্রাদার্স এর মালিক আমিনুল ইসলামের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান সূত্রে জানা গেছে, কাসারী বাজার এলাকার এস এম গ্যাস হাউজ এবং হোটেল বাজারের জাকির ব্রাদার্স স্টোরে পণ্যের তদারকি করা হয়।
এসময় মূল্য নির্ধারণ না থাকা, ১ হাজার ২শ’ ৯৫ টাকায় কেনা গ্যাস সিলিন্ডার ১ হাজার ৫শ’ ৭০ টাকা বিক্রি ও আবাসিক এলাকায় অননুমোদিত গোডাউনে গ্যাস আটকে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপরাধে কাসারী বাজার এলাকার এস এম গ্যাস হাউজের মালিক সাজ্জাদ হোসেন সবুজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৪শ’ ৯৮ টাকা।
অন্যদিকে, মূল্য তালিকা নির্ধারণ না থাকা, হোটেল বাজারের জাকির ব্রাদার্স এর মালিক আমিনুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মনিটরিং করে প্রতিষ্ঠান দু’টিকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেহেরপুর জেলা সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ। এ সময় জেলা কৃষি বিপণন অফিসার জিব্রাইল হোসেন, জেলা স্যানিটারী অফিসার তরিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।