মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় শাওন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিহত শাওন সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠানপাড়ার আশরাাফ আলীর ছেলে ও শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। একই সাথে মোটরসাইকেল আরোহী সৌরব নামের আরেক স্কুল ছাত্র গুরুতর আহত হয়।
শোলমারী গ্রামের বাসিন্দা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাওন ও সৌরভ নামের স্কুল পড়ুয়া দুই বন্ধু মোটরসাইকেল যোগে শোলমারী গ্রাম থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। শোলমারী-মেহেরপুর সড়কে তেরঘরিয়া বিল এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পাওয়ারটিলারে (স্যালোইঞ্জিন চালিত) ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে চালক ও আরোহী দুজনেই গুরুতর আহত হয়।
পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন। আহত শাওনের অবস্থার অবনতি দেখা দিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে রাজশাহী যাওয়ার পথে পাবনা এলাকায় তার মৃত্যু হয়।