মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাংনী বাজার মার্কেট সমিতির সভাপতি ফজলুল হক ফজল ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ফজলুল হক গাংনী বাজার বাসস্ট্যান্ড পাড়ার সবদেল মন্ডলের ছেলে।
শনিবার ( ২৩ মার্চ) বিকেল ৩ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার জানাজার নামাজ আজ রাত দশটায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গাংনী কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শােক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।