মেহেরপুরের গাংনীতে জেলা কৃষক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার ফার্ম সংলগ্ন আনসারিয়া এলেম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ্র ও তার পরিবারের সদস্যসহ বিশ্বের মানুষের রোগ মুক্তি ও কল্যাণের উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমান বিশ্বব্যাধি করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে অনুষ্ঠানটি করা হয়।
জেলা কৃষকলীগের সভাপতি মহাবুব উল আলম শান্তি’র সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, জেলা কৃষকলীগ নেতা প্রফেসর রিয়াজ আহমেদ, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি অশোক চন্দ্র বিশ্বাসসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন পান্না।