মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী ছমির উদ্দিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালের দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মরহুম ছমীর উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
মেহেরপুরের টঙ্গী গোপালপুর গ্রামের বাসিন্দা ছমির উদ্দিন ১৯৭৯ সালে বাংলাদেশ বিমান বাহিনী চাকুরী থেকে অবসর গ্রহণ করেন । ১৯ ৮৩ সালে বাংলাদেশ জামায়েত ইসলামীর রাজনীতি শুরু করেন। ১৯৮৯ সালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ছমির উদ্দিন ১৯৯১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মেহেরপুর জেলা জামায়েত ইসলামী আমীরের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তৎকালীন আওয়ামী সরকারের আমলে বড় ছেলে তারিক ক্রসফায়ারে নিহত হলে ওই বছরেই তিনি আমেরিকা চলে যান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৬ অক্টোবর আমেরিকা থেকে তিনি মেহেরপুরের নিজ বাড়িতে ফিরে আসেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮ টায় জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লী, রাজনৈতিক নেতাকর্মী ও আত্মীয়-স্বজনকে জানাযায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।