দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর পুলিশ সুপার (এসপি) রাফিউল আলমকে নিজ কর্মক্ষেত্র থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
রোববার (১০ ডিসেম্বর) এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসনের উপসচিব (চলতি দায়িত্ব) মোঃ মিজানুর রহমান ও জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি। বিজ্ঞপ্তি মন্ত্রীপরিষদ সচিব ও মহাপুলিশ পরিদর্শককে অনুলিপি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রত্যাহারকৃত পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন করে প্রস্তাব নির্বাচন কমিশনকে পাঠানোর নির্দেশ করা হয়েছে।