মেহেরপুর সরকারি কলেজের পিছনে আম গাছ থেকে এক মধ্য বয়সি পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার (২০ অক্টোবর) বিকেল ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেহেরপুর সরকারি কলেজের পিছনে আম গাছ থেকে মধ্য বয়সি এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঠিক কবে নাগাদ তার মৃত্যু হয়েছে তা বলা সম্ভব হচ্ছে না। তার শরীরে পোকা লেগে গিয়েছে। মরদেহ শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।