বাড়ি থেকে বের হয়ে পথ ভুলে মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে অবস্থান করছেন এক বৃদ্ধা নারী। তিনি তার নাম ও ঠিকানা বলতে পারছেন না। কেবলমাত্র মেহেরপুর সদর উপজেলার গােভীপুর গ্রামের মােল্লাপাড়ায় তার বাড়ি এই কথাটুকু বলতে পারছেন। তার সাথে কথা বলে মানসিক রােগী মনে হয়েছে। তিনি তার পরিবারের লোকজনের কাছে ফিরে যাওয়ার জন্য আকুতি মিনুতি করছেন।
কোন সহৃদয়বান ব্যক্তি চিনে থাকলে তার নাম ঠিকানা কমেন্ট বক্সে লেখার অনুরোধ রইল। অথবা নিম্ন উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হলো।
বৈশাখী- 01709 215009
সাজু- 01718 693788