মাত্র পাঁচ দিন পর পবিত্র ঈদুল আজহা, মুসলমান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব। ঈদ উপলক্ষে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য শেষ দিকে হাটগুলো জমে উঠেছে। হাট ভর্তি কোরবানির পশু থাকলেও ক্রেতার উপস্থিতি ও বিক্রি খুবই কম বলে জানিয়েছেন হাটে আসা স্থানীয় কৃষক ও খামারিরা।
মেহেরপুরের ঐতিহ্যবাহী বামন্দি হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোরবানির গরু-ছাগল পর্যাপ্ত থাকলেও বিক্রি হচ্ছে কম। এবার দাম নিয়ে ক্রেতাদের অভিযোগের পাল্লাটা কিছুটা হালকা। হাটে স্থানীয় কৃষক ও খামারিদের পালিত গরুই বেশি উঠেছে।
পশু হাট ঘুরে নজরে পড়ে নাই ইন্ডিয়া থেকে আসা কোন গরু। ফলে কৃষক ও খামারিদের পালন করা কোরবানির গরু ক্রয়-বিক্রয়ে দামের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। কৃষক ও খামারিদের প্রত্যাশা অনুযায়ী যে গরু দেড় লাখ টাকায় বিক্রি হওয়ার কথা, সে গরু এখন বিক্রি হচ্ছে এক লাখ বিশ থেকে ত্রিশ হাজার টাকায়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হাঁপানিয়া গ্রামের গরুর বেপারী ইসরাইল হোসেন জানান, পশুহাট জমে উঠলেও এই বছর ক্রেতার উপস্থিতি কম। যাও দুই একজন আসছেন তাদের সঙ্গে দামে পুষছে না। এখন গরু বিক্রি করতে পারবো কি না সেটা নিয়েও চরম দুশ্চিন্তায় আছি। একই কথা জানিয়েছেন স্থানীয় শালিকা গ্রামের আফেজুল ইসলাম ও কুলবাড়িয়া গ্রামের আল মামুন।
বামন্দি হাটের ইজারাদার আমিরুল ইসলাম শেখ বলেন, মেহেরপুর জেলার বামন্দি হাট একটি ঐতিহ্যবাহী হাট। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা এই হাটে তাদের পছন্দের পশু কিনতে জমায়েত হয়। পর্যাপ্ত পরিমাণে পশু থাকলেও ক্রেতার উপস্থিতি অনেক কম।
অভিযোগ তুলে তিনি আরো বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে বেপারীরা এই হাটে আসার পথে কাতলামারী নামক স্থানে কয়েকজন ব্যক্তি অপরিকল্পিতভাবে নতুন পশু হাটের সৃষ্টি করে বেপারীদের জোরপূর্বক সেই হাটে থামানোর চেষ্টা করছে। ফলে ক্রেতার উপস্থিতি কমে গেছে। সেই জন্য তাদের বড় অংকের লোকসান হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।
অন্যদিকে, গ্রাহকদের নিরাপদ সেবা প্রদান ও প্রতারণার ঝুঁকি এড়াতে দোরগোড়ায় পৌঁছে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দিচ্ছেন একাধিক ব্যাংক। রয়েছে ভেটেনারি মেডিকেল টীম। সাথে বিভিন্ন পোশাকে পুলিশের বেশ কয়েকটি ইউনিটের সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করে সেবা দিচ্ছেন।
কাঠালবাগান বাংলা মোটর ঢাকা থেকে হাটে গরু নিয়ে আসা আলী আকবর জানান, অনেক কষ্ট করে মেহেরপুরের বামন্দি পশুরহাটে গরু কিনতে এসেছি। ২ লাখ ৪০ হাজার টাকায় একটি গরু কিনেছি। ঢাকা থেকে এই গরুটি কিনলে প্রায় ৫ লক্ষ টাকায় কিনতে হতো বলেও জানান তিনি। সাশ্রয়ী দামে গরু কিনতে পেরে তিনি খুবই খুশি।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহার কোরবানীর পশু ক্রয় বিক্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে হাট উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। হাটের ইজারাদারকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। গ্রাহকদের নিরাপদ সেবা প্রদান ও প্রতারণার ঝুঁকি এড়াতে একাধিক স্টল নিজ নিজ ব্যাংকের ব্যানারে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দিচ্ছেন। রয়েছে ভেটেনারি মেডিকেল টীম। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন পোশাকে পুলিশের বেশ কয়েকটি ইউনিটের সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করে সেবা দিচ্ছেন।