দ্বাদশ সংসদ নির্বাচনে ৭৩ মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ব্যবধানে তৃতীয় বারের মত হ্যাট্রিক জয় লাভ করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
১১৭ আসনে নৌকা প্রতীক নিয়ে ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে বে-সরকারি ভাবে বিজয়ী হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট।
রোববার (৭ জানুয়ারী) রাত ৮ টার দিকে মেহেরপুর জেলা সদর সম্মেলন কক্ষ থেকে বেসরকারী ভাবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এ আসনটিতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দিত হয়। আসনটিতে সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল চারটা পর্যন্ত। ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৭ জন। ভোট প্রদানের হার ৫১ শতাংশ।