শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর বাদিয়াপাড়া গ্রামে চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন গাংনীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মেহেরপুরের মুজিবনগর সীমান্তে নারী ও শিশুসহ ৩০ জন পুশব্যাক  গাংনীতে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু গাংনীতে নারীকে উত্ত্যক্ত করার অপরাধে আল- আমিনকে ১৫ দিনের জেল গাংনীতে হারভেস্টার মেশিনে রবি মৌসুমে ধান কর্তনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন  গাংনীতে জুম্মার নামাজের সময় চারটি মোটরসাইকেল চুরি  মেহেরপুরে জুম্মার নামাজের সময় চারটি মোটরসাইকেল চুরি  মেহেরপুরে ভারতীয় পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

গাংনীতে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৫৩০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ওয়াসিম সাজ্জাদ লিখনের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার মাধ্যমে ইসরাইল মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করছে। এ সময় আগ্রাসন বন্ধে জাতিসংঘকে দৃশ্যমান সক্রিয়তায় এগিয়ে আসতে বাধ্য করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে জোর তৎপরতা চালানোর জন্য উদাত্ত আহবান জানানো হয়। সেই সাথে ইজরাইলদের যাবতীয় পণ্য বর্জন করার আহ্বান জানান বক্তারা।

গাংনী দারুচ্ছালাম জামে মসজিদের সভাপতি হাজী মহসীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। গাংনী দারুচ্ছালাম মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাংনী ভিটাপাড়া জামে মসজিদের ইমাম ছায়েফ উল্লাহ মোহাঃ খালেেদ, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল্লাহ খোকন প্রমুখ। মানববন্ধনেে পৌর এলাকার সকল মসজিদের প্রায় দুই হাজার মুসল্লীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনের শেষাংশে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo