শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

গাংনীতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রত্যুষে ৫০ বার তোপ ধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবস উদযাপনের কার্যক্রম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রশাসনের বিজয় প্যারেড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শোভাযাত্রা এবং পুরুস্কার বিতরনীর মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিক পর্ব।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা দেয়া হয়। বিকেল সাড়ে চারটায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করেন। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানমের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, আওয়ামী লীগ নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানগনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo