রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

মেহেরপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মেহেরপুরে নবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, যানজট সমস্যা, সড়ক দুর্ঘটনা, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অনলাইন জুয়া বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, গ্রামীণ জনপদের সামাজিক সমস্যা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে নানা প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন।

পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাংবাদিকরা আমাদের সহযোগী শক্তি। সমাজের উন্নয়ন অগ্রগতি, অসঙ্গতি ও অপরাধ তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তাই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়নে আমরা এক হয়ে কাজ করতে চাই। সন্ত্রাস, মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত।”

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে মেহেরপুর জেলা আরও শান্তিপূর্ণ ও নিরাপদ হয়ে উঠবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার জামিল (ক্রাইম ব্রাঞ্চ) অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আতিকুল হক, জেলা বিশেষ শাখার ইন্সপেক্টর ফিরোজুর রহমান, মেহেরপুর সদর থানা ওসি হুমায়ান কবির, মুজিবনগর থানা ওসি জাহিদুল ইসলাম, গাংনী থানা ওসি উত্তম কুমার দাসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিক ও পুলিশের মধ্যে এ উন্মুক্ত আলোচনাকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ জেলার সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo