র্যাবের অভিযানে ২৭৩ পিস ইয়াবাসহ মাদক কারবারী ও শ্যামলী পরিবহন চালক সাঈদ হোসেন (৪২) কে আটক করেছে সিপিসি র্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বুধবার (২৪ এপ্রিল) রাত ৯ টার দিকে ঢাকা-মেহেরপুর সড়কের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সাঈদ হোসেন উপজেলার ছাতিয়ান গ্রামের খেদ আলীর ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মনিরুজ্জামান সিপিসি- মেহেরপুর র্যাব-১২ বুধবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, দুপুর ২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুর গামী শ্যামলী পরিবহনের চালক মাদক পাচার করছে। (পরিবহনের রেজিঃ নম্বর ঢাকা মেট্রো- ব- ১১- ৬৪৪৯)। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ এপ্রিল) রাত ৯ টায় শ্যামলী পরিবহন গাংনী বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে পরিবহনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামলী পরিবহনের চালক সাঈদ হোসেনের দেহ তল্লাশি করে ২৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেন।
আটককৃত সাঈদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারী ও চালক দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুরসহ বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।