রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

গাংনীতে বিষপানে এক গৃহবধূর আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭০২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে রাশেদা খাতুন (৪০) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার লক্ষীনারায়নপুর (বিলধলা) গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। তিন সন্তানের জননী রাশেদা খাতুন ওই গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ও কফিল উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, রাশেদা খাতুনের বিষ পানের ঘটনাটি জানাজানি হলে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। স্বামী ও ছেলেদের সাথে রাশেদা খাতুনের সুসম্পর্ক ছিল না। প্রবাসী ছেলে শাহিন বাবাকে আরেকটি বিয়ে করতে বলায় এ আত্মহত্যার ঘটনাটি করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাংনী থানা ইনচার্জ বজলুর রহমান জানান, রাশেদা খাতুনের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মামলা নং-৩/২১ তারিখঃ ০৯/০২/২০২১ ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo