আসাদ নূর নামে একটি ব্লগ পেইজ থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আমিরুল ইসলাম ফাউন্ডেশন ও তৌহিদী জনতা।
বুধবার (০৯ জুলাই) দুপুর দুই টায় গাংনী বাসস্ট্যান্ডে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ।
মানববন্ধনে বিশ্বনবীর কটুক্তিকারীদের ফাঁসি চাই, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান এ ধরনের বাংলা ও আরবিতে লেখা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে পাঁচ শতাধিক তৌহিদি জনতা মানববন্ধনে অংশগ্রহন করেন।
বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান বক্তারা।
সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ বিশ্বব্যাপী মুসলমানদের প্রতিবাদ জানানো মহানবী (সা.) এর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। দেশের সর্বস্তরের মানুষকে বিশ্ব নবীর সম্মানে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, গাংনী উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হোসেন,গাংনী মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ মোঃ সায়েফ উল্লাহ, আমিরুল ইসলাম ফাউন্ডেশন এর পরিচালক সালাউদ্দিন শাওন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক আনিসুজ্জামান বকুল প্রমুখ।
উল্লেখ্য,সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আসাদ নূর ও মুফতি মাসুদ। বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।