মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলকিস বেগম (৫৬) নামে এক গৃহকর্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বিলকিস বেগম আমঝুপি শেখ পাড়ার (অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য) মইনুদ্দিন ওরফে মনির এর স্ত্রী।
মেহেরপুর ২৫০ শব্দ বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেশী সেলিম হোসেন জানান, ঘটনার সময় বিলকিস বেগম তার বাড়ির পাশে নিজ গোডাউনের লোহার দরজা খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহকর্ত্রীর মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।