মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে নবীর উদ্দিন ও গুলবার হোসেনের খাবারের দোকান ও মিষ্টি ভান্ডারের দোকানে অগ্নিকাণ্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে মহাম্মদপুর বাজারে দুইটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই বৈদ্যুতিক সিলিং ফ্যানের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ ইসাহাক আলী বিশ্বাস এর নেতৃত্বে টিমের সদস্যদের প্রায় এক ঘন্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রনে আসলেও দুইটি দোকানের সমস্ত মালামাল নিমেষেই পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহযোগিতা কামনা করেছেন।