মেহেরপুরে গাংনীতে পন্যের মোড়কে এমএন ট্রেডার্স নামে ভুয়া প্রস্তুতকারক ও স্টিকার ব্যবহার করার অপরাধে স্বপ্ন সুপার সপের ব্যবস্থাপকের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে শহরের কুষ্টিয়া সড়কের মেহের ফার্মেসী এলাকায় অভিযান চালিয়ে স্বল্প সময়ে গড়ে ওঠা স্বপ্ন সুপার সপে এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে স্বপ্ন সুপার শপের ব্যবস্থাপক ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারা ভঙ্গের অপরাধ এবং ব্যবস্থাপক তার দোষ স্বীকার করায় ৫০ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।