মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় রাজা (২২) নামের এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার ৭ টার দিকে চোখতোলা শ্মশানঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা উপজেলার মহেশপুর গ্রামের তারিকুজ্জামানের ছেলে। নিহত রাজার পিতা ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইমাম তারিকুজ্জামান জানান, তার ছেলে রাজা জোড়পুকুরিয়া মসজিদের পাশে মুরগির ব্যবসা করে। লগডাউনের জন্য সন্ধ্যার পর দোকান বন্ধ করে নিজস্ব পাখি ভ্যানে তাকে বাড়িতে পাঠানো হয়। বাড়িতে ফেরার পথে মুরগির নোংরাগুলো প্রতিদিন চোখতোলা শ্মশানঘাট এলাকায় ফেলে বাড়িতে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হঠাৎ একটি ফোন পেয়ে জানতে পারি আমার ছেলে রাজা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে কি হয়েছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজা হয়তোবা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। রাজার থুতনির ডানপাশে ও বুকে আঘাতের দাগ লক্ষ্য করা গেছে। কোন প্রত্যক্ষদর্শী না থাকায় নিহত হওয়ার সঠিক কারণ জানা যায়নি।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।