মেহেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে আরোগ্য লাভ করে অফিসে আগমন করায় মেহেরপুর জেলা পুলিশ কর্তৃক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার পুলিশ সুপার এস এম মুরাদ আলি করোনামুক্ত হয়ে অফিসে আসলে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, ডিআইও – ১ ফারুক হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ২০ মার্চ পুলিশ সুপার এস এম মুরাদ আলীর করোনা পজিটিভ রিপোর্ট আসলে হোম কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন তিনি। একাধিক রিপোর্টের পর ১৩ এপ্রিল করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তারপর আজ মঙ্গলবার পুলিশ সুপার অফিসে আসলে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা ও তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।