পবিত্র ঈদুল ফিতরের ঈদের খুশিকে ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের উৎসাহী কিছু ব্যক্তি। সোমবার সকাল ৬ টার দিকে ১২০টি অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উদ্যোক্তারা জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ১১ সদস্য বিশিষ্ট তাদের সম্পূর্ণ অরাজনৈতিক একটি গ্রুপ রয়েছে। এ গ্রুপটি প্রতিবছরের ন্যায় এবারও ৭ম বারের মতো অসহায় অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। উদ্যোক্তারা আরো জানান, ১১ জন মিলে এলাকাবাসী ও প্রবাসীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে এলাকার অসহায় ব্যক্তিদের নামের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে এ ঈদ উপহার হিসেবে খাদ্য পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রতিবছর বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১২০ টি অসহায়-অস্বচ্ছল পরিবারের মাঝে ৮ কেজি চাল, ৩০০ গ্রাম চিনি ও ২৫০ গ্রাম সেমাই বিতরণ করা হয়।
প্রত্যেকটি এলাকায় তাদের মত উদ্যোক্তা গড়ে উঠুক এ প্রত্যাশা তাদের। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।