ডিস ব্যবসায়ী রেজা আরেফিন (২১) নামের এক যুবককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। বুধবার (০৮/০৯/২০২১) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রেজা আরেফিন হাড়াভাঙ্গা গ্রামের মাদ্রাসা পাড়ার কামাল হোসেন বিশ্বাসের ছেলে।
ঘটনা সুত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ডিস ব্যবসায়ী রেজা আরেফিন স্থানীয় বাগানপাড়ার শিপন এর চায়ের দোকানে বসেছিলেন। এসময় একই এলাকার আব্দুল আজিজের ছেলে শাওন ডিস লাইনের সমস্যার কথা জানিয়ে মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। রেজা আরেফিন বাগানপাড়ার টাইলসের তৈরি বসার স্থান এলাকায় পৌঁছুলে তার ডিস ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বি ফারুক, মশিউর, ওহাব ও শাহীনসহ একটি সঙ্ঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং একটি ফাঁকা স্ট্যাম্পে সই করে নেয়। প্রতিপক্ষের এলোপাতাড়ি আঘাতের ফলে সে মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বিবেচিত হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে।
রেজা আরেফিনের পিতা কামাল হোসেন বিশ্বাস জানান, ডিস সংক্রান্ত ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে রেজা আরেফিন ও ফারুকের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার (০৮/০৮/২০২১) তারিখ রাতে কৌশলে ডেকে নিয়ে প্রতিপক্ষ ফারুক ও তার দলবল রেজা আরেফিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।
এ ঘটনায় প্রতিপক্ষ ফারুক হোসেন এ অভিযোগ অস্বীকার করে জানান, রেজা আরেফিন এলাকার একটি মেয়ের সাথে অনৈতিক কর্মকাণ্ডে ধরা পড়লে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সালিশের মাধ্যমে তাকে পিটিয়েছে। সেই সাথে গ্রাম্য সালিশে রেজা আরেফিনকে ৭০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। তন্মধ্যে ১৫ হাজার টাকা নগদ প্রদান করেন। বাকি টাকা শুক্রবার (১০/০৯/২০২১) তারিখে জমা প্রদান করবে মর্মে চুক্তি সম্পাদন করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গাংনী ডিস ক্যাবল নেটওয়ার্ক এর সভাপতি আনারুল ইসলাম বাবু সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।