বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

গাংনীতে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে হাতাহাতি, আহত ৫

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া (কুঠি) গ্রামের একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- জামায়াতে ইসলামী বাংলাদেশ গাংনী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী সদস্য আলাউদ্দিন বাবলু (৫৬), ভাটপাড়া গ্রামের রবিউল ইসলাম (৩৩), সৌরভ হোসেন (৬৫) ও তাঁর ছেলে শিশির (২৮)। অন্যদিকে বিএনপির কর্মী একই গ্রামের জিয়ারুল ইসলাম (৫৬) আহত হন।

আহত সৌরভ হোসেন জানান, রোববার সকালে জামায়াতে ইসলামীর কয়েকজন নারী কর্মী ইয়ানতের টাকা উত্তোলন বিষয়ে তাঁর দোকানে কথা বলতে আসেন। এ সময় সাহারবাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেখানে ইয়ানত ও ভোট প্রসঙ্গ তুললে উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে সৌরভ হোসেন ও তাঁর ছেলে শিশিরকে বিএনপির কয়েকজন কর্মী মারধর করেন। পরবর্তীতে বিষয়টি জামায়াতের স্থানীয় নেতাদের জানানো হলে তারা ঘটনাস্থলে যান। তখন আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমির রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, বিএনপির নেতা-কর্মীরা তাদের কর্মীদের ওপর হামলা করেছে এবং এতে চারজন আহত হয়েছে। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে উল্লেখ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাংনী উপজেলা শাখা অফিসে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

অন্যদিকে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, এখানে কোনো সংঘর্ষ হয়নি। জামায়াতে ইসলামীর লোকজন বিষয়টি অতিরঞ্জিত করে প্রচার করছে। বরং জামায়াতের লোকজনই বিএনপির কর্মীদের ওপর হামলা করেছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo