বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

 মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পঠিত

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কর্মসূচির অংশ হিসেবে মল্লিক পুকুর এলাকা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানটি স্বপ্নছুঁই পার্কের সামনে গিয়ে শেষ হলে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান এবং জুলাই যোদ্ধা খন্দকার মুহিত।

বক্তারা সমাজসেবায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, মমতাময়ী ও মানবিক সমাজ গঠন এবং সকলের জন্য কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর প্রতি আস্থা রেখে সমতাভিত্তিক সমাজ বিনির্মাণই জাতীয় সমাজসেবা দিবসের মূল লক্ষ্য।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ব্যবসায়িক ঋণ এবং প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo