বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

মেহেরপুর সীমান্তে নারীশিশুসহ ৩০ জন পুশিং 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে নারীশিশুসহ ৩০ জন বাংলাদেশীকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (৩ ডিসেম্বর) ভোর ছয়টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধীনস্থ তেতুলবাড়িয়া বিওপির আওতাধীন মথুরাপুর মাঠের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ১৪০ মেইন পিলার 6S এর নিকটে বিএসএফ নারীশিশুসহ ৩০ জন বাংলাদেশীকে ঠেলে দেয়।

তেঁতুলবাড়িয়া বিওপি হাবিলদার মোহাম্মদ আলী বুধবার (৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলো- ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পশ্চিম কালিবাজাইল গ্রামের হারিজ আলীর মেয়ে রোজিনা আফরিন (২৪), খুলনার কয়রা উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের মামুন গাজীর ছেলে সালাউদ্দিন গাজী (৮), একই গ্রামের নেছার মোড়লের মেয়ে ছকিনা বিবি (৩৬), গোলখালী গ্রামের মহসিন আলমের ছেলে মইনুর রহমান (১৮), কুসুডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে শাকিল আহমেদ (২৩), মামুন গাজীর ছেলে শামীম গাজী (১৫), গোবরা গ্রামের শাহাবুদ্দিন গাজীর মেয়ে সাজেদা খাতুন (৪৮), একই গ্রামের আবু দাউদ সানার ছেলে সুমন আজাদ (২৫), একই গ্রামের আনসার সানার ছেলে আবু দাউদ সানা (৫৩), যশোর জেলার অভয়নগর উপজেলার কোটপায়ড়া গ্রামের মশিউর রহমানের ছেলে আবির (২৫), যশোরের কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের শাহিদুল সরদারের মেয়ে আফরিন সুলতানা (১২), আরেক মেয়ে মারিয়া সুলতানা (১ বছর),  একই গ্রামের অলিয়ার রহমানের মেয়ে শিউলি বেগম (৩০), পাঁচবাকা বরশি গ্রামের শাহাদত আলীর স্ত্রী সুফিয়া বিবি (৪৫), তার ছেলে আশিক আলী (১৭), একই গ্রামের আফতাব আলীর ছেলে শাহাদত আলী (৬২), খুলনা বাগেরহাট শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের কবির আকনের ছেলে হাসিব (১৪), একই গ্রামের হাফিজুল আকনের ছেলে হাসান (৪), নুরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪০), শাহ আলম আকনের ছেলে মিজান আকন (৪০), আব্বাস আকনের মেয়ে রহিমা বেগম (২৬), ইসমাইল হাওলাদারের মেয়ে সাহেরা বেগম (৩৫), খুলনা পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের শহর আলীর ছেলে শরিফুল ইসলাম সানা (২২), সাতক্ষীরার বটিয়াঘাটা উপজেলার ভার্সা গ্রামের মুক্তাদুল হক মোড়লের ছেলে রাহান মোড়ল (২৮), শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের নূর হোসেনের মেয়ে মরিয়ম খাতুন (১৩), আরেক মেয়ে জান্নাতি খাতুন (৬), একই গ্রামের আব্দুল খালেক সানার মেয়ে রেশমা পারভীন (৩৫), বইটাঘাটা উপজেলার গড়েরডাঙ্গা গ্রামের দবিরউদ্দিন বিশ্বাসের ছেলে তহিদুর বিশ্বাস (৩৬), খুলনার তেরখাদা উপজেলার ইখড়িগ্রামের সেলিম গাজীর ছেলে নাসির গাজী (২০), ও একই গ্রামের মুলাম গাজীর ছেলে শহিদুল গাজী (৭৪)।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) ভোরের দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত মেইন পিলার ১৪০ এর 6S দিয়ে ৩০ জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় ভারতীয় বিএসএফ সদস্যরা। বিজিবি তেঁতুলবাড়িয়া বিওপি জানিয়েছে ভারত থেকে আসা সকলকে গাংনী থানায় সোর্পদ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে বলে জানা গেছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ভারত থেকে নারী শিশুসহ ৩০ জন বাংলাদেশী নাগরিককে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আঠকদের গাংনী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটকদের নিজ নিজ পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন এসে পৌঁছালে তদন্ত শেষে মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo