মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পানিতে ডুবে লাবিব (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ওই গ্রামের জমিরুল ইসলামের ছেলে।
স্থানীয়র আকতার হোসেন জানান, শিশু লাবিব ইনজেকশনের সিরিঞ্জে পানি ভরে খেলা করছিল। সিরিঞ্জে পানি শেষ হয়ে গেলে পানি নেওয়ার জন্য লাবিব পুকুর পাড়ে যায়। এ সময় পা পিছলে সে হয়তোবা পানিতে পড়ে তলিয়ে যায়।
পরে দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কয়েকজন ছাত্র-ছাত্রী পুকুরে লাবিবের মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। তারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানা ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলাম জানান, শিশু লাবিবের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।