বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

মেহেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই-বাছাইয়ে মেহেরপুর-১ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে এ সিদ্ধান্তের ঘোষণা দেন রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে মেহেরপুরের দুইটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। নথিপত্রে ত্রুটি থাকায় মেহেরপুর-১ আসনের পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, বিএনপি নেতা আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানা এবং স্বতন্ত্র প্রার্থী মাহাবুব রহমান (মবু)।

এদিকে মেহেরপুর-১ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন- বিএনপি প্রার্থী মাসুদ অরুন, জামায়াতে ইসলামি বাংলাদেশ প্রার্থী মাওলানা তাজ উদ্দীন খান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান।

অন্যদিকে মেহেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী আমজাদ হোসেন, জামায়াতে ইসলামি বাংলাদেশ প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকির মনোনয়নপত্রে সামান্য ত্রুটি থাকলেও তা বাতিল করা হয়নি। ত্রুটি সংশোধনের জন্য শনিবার বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন রিটার্নিং অফিসার।

উল্লেখ্য, মেহেরপুর-১ আসন থেকে মোট ১২ জন এবং মেহেরপুর-২ আসন থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo